ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

লক্ষ্মণ-হরভজনের ব্যাটিংয়ে এগিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
লক্ষ্মণ-হরভজনের ব্যাটিংয়ে এগিয়ে ভারত

হায়দারাবাদ: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে এগিয়ে থেকেই তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিক ভারত। ভিভিএস লক্ষ্মণ ও হরভজন সিংয়ের ব্যাটিংয়ের সুবাদে এক উইকেট হাতে রেখেই কিউইদের থেকে ৮৬ রানে এগিয়ে ভারত।

৮৫ রান নিয়ে ব্যাট করছেন হরভজন। অপর ব্যাটসম্যান শ্রীশান্থ অপরাজিত আছেন ১৪ রানে।

ভারত প্রথম ইনিংস : ৪৩৬/৯ (১৩৪ ওভার)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৫০/১০ (১১৭.৩ ওভার)

রাজিব গান্ধী স্টেডিয়ামে আগের দিনের দুই উইকেটে ১৭৮ রান নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই শচীন টেন্ডুলকারের (১৩) উইকেটটি হারায় ভারত। দলীয় ১৮৪ রানে তাকে টেইলরের ক্যাচে পরিণত করেন ভেট্টোরি। তবে ইনিংস এগিয়ে নিতে থাকেন দ্রাবিড় ও লক্ষ্মণ। ব্যক্তিগত ৪৫ রানে দ্রাবিড়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টিম সাউদি। দলের রান তখন ২৫৯।

দলীয় তিনশ’র পর সুরেশ রায়না (২০), লক্ষ্মণ (৭৪) ও অধিনায়ক ধোনিকে (১৪) দ্রত ফিরিয়ে দিয়ে ভারতকে কিছুটা চাপে ফেলে কিউইরা। তবে চাপ-টাপ কোনো কিছুকেই পাত্তা দেননি হরভজন। উইকেটের একপ্রান্ত আগলে রেখে দলকে কিউইদের প্রথম ইনিংস টপকে যেতে সহায়তা করেন। অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে জহির খান ৭ রানে ও প্রজ্ঞান ওঝা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘন্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।