ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

দ্বিতীয় দিনেও আধিপত্য চীনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
দ্বিতীয় দিনেও আধিপত্য চীনের

ঢাকা: ১৬তম এশিয়ান গেমসের দ্বিতীয় দিনেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে চীন। রোববার ৬৩টি পদক নিয়ে তালিকায় সবার ওপরে আছে স্বাগতিকরা।

৩৭ টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জসহ মোট ৬৩টি পদক পেয়েছে চীন। ১৩টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জসহ মোট ৩৫টি পদক জিতে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া। পরের স্থানটি জাপানের। ৮টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ মিলিয়ে তাদের মোট পদক সংখ্যা ৪৩টি।

দুটি স্বর্ণ সহ মোট ছয়টি পদক নিয়ে চতুর্থ হংকং। আর একটি স্বর্ণ পদকসহ মোট ছয়টি সোনা নিয়ে পঞ্চম ভারত।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘন্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।