ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ঢাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ঢাকা

ঢাকা: ইলিয়াস সানির অসাধারণ ব্যাটিংয়ে জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতেছে ঢাকা বিভাগ। রোববার ফাইনালে মোহাম্মদ শরীফের দল ৩ উইকেটে হারিয়েছে আগের আসরের চ্যাম্পিয়ন বরিশাল বিভাগকে।

বরিশাল ইনিংস: ২২১/৯ (৫০ ওভার)
ঢাকা ইনিংস: ২২২/৭ (৪৮ ওভার)
ফল: ঢাকা ৩ উইকেটে জয়ী
 
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বরিশাল। ৫৭ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যান ফজলে রাব্বি (১৪), শাহরিয়ার নাফিস (৬) ও হান্নান সরকারের (২০) উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে চতুর্থ উইকেটে শাহিন হোসেন ও আসিফ আহমেদের ৮৭ রানের জুটিতে বড় স্কোরের ভিত্তি পায় বরিশাল।

এই জুটিতে ভাঙ্গন ধরান ঢাকার স্পিনার মোহাম্মদ আশরাফুল। দলীয় ১৪৪ রানে শাহিনকে কট এন্ড বোল্ড করে ফিরিয়ে দেন। ১৩ রান বাদে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আসিফকেও তুলে নেন আশরাফুল। তবে আরিফুল হকের ঝড়ো ব্যাটিং বরিশালকে  দুশো রানের কোটা অতিক্রম করতে সাহায্য করে। পরের চারটি উইকেট নিয়ে বরিশালের ইনিংসকে আরো বড় হতে দেননি পেসার সাহাদাত হোসেন।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন আসিফ। শাহিন করেন ৪০। আর ১৯ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান সংগ্রহ করেন আরিফুল।  

৩৯ রান দিয়ে সাহাদাত নেন চারটি উইকেট। আশরাফুল ১৪ রান খরচে দুটি উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ৩৮ রানের মধ্যে দুই ওপেনার আনামুল হক (২৭) ও রনি তালুকদারের (৫) উইকেট হারিয়ে বিপদে পড়ে মোহাম্মদ শরীফের দল।

দলীয় ৭৯ রানে যেতেই আরো তিন উইকেটের পতন ঘটে। শামসুর রহমান (১০), আশরাফুল (১২) ও শুভাগত হোমের (২) বিদায়ে হারের শঙ্কায় পড়ে ঢাকা বিভাগ।

তবে ষষ্ঠ উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ ও ইলিয়াস সানির ৯৭ রানের জুটিতে জয়ের পথেই ফিরে আসে শরীফ বাহিনী। দলীয় ১৭৬ রানে রিয়াদ বিদায় নিলেও একপ্রান্ত ধরে রেখে দুই ওভার বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে ভেড়ান সানি।

সানি ৮৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। নয়টি চার ও দুটি ছয় দিয়ে নিজের ইনিংসটি সাজান তিনি। অন্যদিকে বাউন্ডারির মার ছাড়াই রিয়াদের ব্যাট থেকে আসে ৫৩ রান।  

মনির হোসেন তিনটি ও ফজলে রাব্বি নেন দুটি উইকেট।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন ইলিয়াস সানি। আর টুর্নামেন্ট সেরা হয়েছে ঢাকার মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘন্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।