ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রবাসের গ্রাউন্ডসম্যান জসিম

স্পোর্টস করেসপন্ডেন্ট, গুয়াংজু থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
প্রবাসের গ্রাউন্ডসম্যান জসিম

গুয়াংজু: চীনের ক্রিকেট মাঠ প্রস্তুত করেছেন জসিম উদ্দিন। এই জসিম উদ্দিন হলেন বাংলাদেশের একজন গ্রাউন্ডসম্যান।

প্রবাসের মাঠ নিয়ে কাজ করছেন সেই ১৯৯৭ সাল থেকে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) দায়িত্ব পালন করেছেন।

জসিম উদ্দিনকে মূলত বিদেশে নিয়ে এসেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিইও (এসিসি) সৈয়দ আশরাফুল হক। ১৯৯৭ সালে ২০০২ সাল পর্যন্ত সিঙ্গাপুরে ক্রিকেট উইকেট প্রস্তুত এবং মাঠ গড়ে তুলেছেন জসিম উদ্দিন। এরপর দেশে ফিরে গিয়েছিলেন।

কিন্তু উইকেট এবং পিচ তৈরির এই কারিগর খুঁজছিলেন নতুন কোন দেশে ক্রিকেট মাঠের দায়িত্ব নিতে। ২০০৪ থেকে ২০১০ সালের এপ্রিল পর্যন্ত এসিসিতে গ্রাউন্ডসম্যানের দয়িত্ব পালন করেন। মালয়েশিয়া থেকে মাঠ পরিচর্যা করেছেন। সাত মাস হলো এসিসি থেকে তাকে চীনে পাঠানো হয়েছে। গোয়াংগং স্টেডিয়ামের মাঠ অতি যতেœ গড়ে তুলছেন বাংলাদেশের এই মাঠের কারিগর।

গুয়াংজু সময়: ২১৩৫ ঘন্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।