ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

জাপানকে মোকাবেলার আগেই বিপর্যস্ত হকি দল

সেকান্দার আলী, গুয়াংজু থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
জাপানকে মোকাবেলার আগেই বিপর্যস্ত হকি দল

ঢাকা: হকি দলকে খুঁজে পাওয়া যাচ্ছে না! এশিয়ান গেমস ভিলেজের বাইরে সত্যিই বাংলাদেশ হকি দলের দেখা মিলেনি। রোববার বিকেল পর্যন্ত জানা যায়নি হকি দলের কার্যক্রম।

অবশেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিডিয়া অ্যাটাচি রানা হাসান জানালেন হকি দল অ্যাথলেট ভিলেজে আছে।

অন্যের মোবাইল ফোনে অনেক কষ্টে পাওয়া গেলো সাবেক অধিনায়ক মশিউর রহমান বিপ্লবকে। সৌজন্যমূলক কথা শেষে বিপ্লব অবাক হওয়ার মতো খবর দিলেন। গুয়াংজুতে এসে তিনটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। খেলতে গিয়ে কান ফাটিয়ে ফেলেছেন তিনি। সেলাই লেগেছে ১১টি।

একটু পরেই জানা গেলো প্রীতি ম্যাচের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। ১১ নভেম্বর সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে। পরেরদিন মালয়েশিয়ার কাছে ২-০ এবং শনিবার পাকিস্তানের কাছে ৭-০ গোলের পরাজয় মেনে নিতে হয়েছে কোচ গেরহার্ট পিটার রাকের দলকে।

জার্মানিতে লিগ খেলেছেন জাতীয় দলের খেলোয়াড়রা। সেখানে প্রীতি ম্যাচেও ধারাবাহিক জয় পেয়েছেন। অথচ এশিয়ান গেমসের আগে সিঙ্গাপুরের মতো দলের কাছেও মাথা নত করতে হয়েছে। এশিয়ান গেমসের বাছাই পর্বেও দেশের মাটিতে সিঙ্গাপুরের কাছে হেরেছিলো বাংলাদেশ।

এনিয়ে সাবেক খেলোয়াড়দের তোপের মুখে পড়েছিলেন জার্মান কোচ গেরহার্ট। তখন সাবেকদের সান্ত্বনা দিয়েছিলেন এশিয়ান গেমসে ভালো খেলবে বাংলাদেশ। গুয়াংজুতে আসার আগেও কোচ এবং কর্মকর্তারা বলেছেন অন্তত সপ্তম স্থান নিয়ে দেশ ফিরবে দল।

প্রস্তুতি এবং প্রীতি ম্যাচের যা হালচাল তা জানার পর স্বয়ং হকির কর্মকর্তারাই এখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন বৈকি। সোমাবার বিশ্বকাপের দল জাপানের সঙ্গে গ্রুপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। জয় দূরে থাক ভালো খেলার নিশ্চয়তাও পাওয়া যায়নি খেলোয়াড়দের কাছ থেকে। মশিউর রহামন বলেন,“জাপান অনেক শক্তিশালী দল। আমরা চেষ্টা করবো কম গোল খেতে। ”

বিপ্লব ছাড়া বাকি সবাই খেলার মতো ফিট। চিকিৎসকের ছাড়পত্র পেলে বিপ্লবকেও মাঠে নামাতে পারেন কোচ। অবশ্য বাঁকানের সেলাই শুকানোর আগে মাঠে নামালে খেলায় কিছুটা হলেও জড়তা থাকবে জাতীয় দলের এই উইংব্যাকের।

গুয়াংজু সময়: ২১১৫ ঘন্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।