ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

চীনের অগ্রগতিতে খুশি এসিসি সিইও

স্পোর্টস করেসপন্ডেন্ট, গুয়াংজু থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
চীনের অগ্রগতিতে খুশি এসিসি সিইও

গুয়াংজু: সৈদয় আশরাফুল হক, আমিনুল ইসলাম বুলবুল, মঞ্জুরুল ইসলামকে এক সঙ্গে পাওয়া গেলো চীনের গোয়াংগং স্টেডিয়ামে। গেমস দেখতে এসেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিইও আশরাফুল হক।

মঞ্জু চীনে ক্রিকেট শেখান। আমিনুল ইসলাম বুলবুল এসিসির গেম ডেভলপমেন্ট পরিচালন। এশিয়ান গেমস উপলক্ষ্যে তাকেও চায়না আসতে হয়েছে।  

ক্রিকেট নিয়ে চীনের তৎপরতা দেখে প্রত্যেকেই অবাক হচ্ছে। না হয়ে উপায় নেই। চীনারা ঘোষণা দিয়ে এগিয়ে যায়। আশরাফুল হককে অবাক করে দেশটির ক্রিকেট বোর্ড সাধারণ সম্পাদক চ্যালেঞ্জ জানিয়েছেন একদিন বিশ্বকাপ জয় করবে চীন।

একটু অবাক হয়ে এসিসি সিইও বলে ছিলেন হবে না। উত্তরে চীনের কর্মকর্তা বলেন,“সোলজার থেকে একদিন জেনারেল হয়। অপেক্ষা করেন। ”

এশিয়ান গেমসে ক্রিকেট গোয়াংগং স্টেডিয়াম নিজের চোখে দেখার পর আশরাফুল হক এখন বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না। বলছিলেন,“একবছর আগে ডোবার মধ্যে স্টেডিয়ামের কাজ শুরু হয়েছিলো। ভাবতে অবাক লাগে এত দ্রুত সম্ভব হয়েছে। ”

চীনের ক্রিকেট বিকাশ হচ্ছে গুয়াংজু প্রদেশে। ক্রিকেট অবকাঠামোর দিক দিয়ে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে চীন। দেশটিতে ক্রিকেট বিস্তারে কাজ করছে এসিসি এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গুয়াংজু সময়: ২০৪৫ ঘন্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।