ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

মেসির জোড়া গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
মেসির জোড়া গোলে বার্সার জয়

মাদ্রিদ: স্প্যানিশ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে উঠেছে বার্সেলোনা। শনিবার লিওনেল মেসির জোড়া গোলের কল্যাণে বার্সা ৩-১ এ হারিয়েছে ভিয়ারিয়ালকে।



ন্যু কাম্পে ২২ মিনিটে ডেভিড ভিয়া এগিয়ে নেন বার্সাকে। আন্দ্রেস ইনিয়েস্তার পাস থেকে জালে বল জড়ান তিনি। অবশ্য চার মিনিট পরই সমতায় ফেরে সফরকারী ভিয়ারিয়াল। কাপদেভিয়ার ক্রস থেকে নিশানাভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিলমার। প্রথমার্ধে ১-১ গোলে সমতা নিয়েই বিরতিতে যায় উভয় দল।

বিরতির পর ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। গোলের উৎস ছিলেন পেদ্রো। এর মাধ্যমে স্প্যানিশ লিগে প্রথমবারের মতো টানা সাত ম্যাচে গোল পেলেন মেসি। দুরন্ত ফর্মে থাকা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ৮৩ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। পরে আর গোল না হওয়ায় এই ব্যবধানে (৩-১) জিতেই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।

এদিকে দিয়েগো ফরলানের জোড়া গোলের সুবাদে অ্যাথলেটিকো মাদ্রিদ ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ওসাসুনাকে।

১১ ম্যাচে ২৮ নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে কোচ হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৬ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘন্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।