ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বাংলাদেশের সামনে অচেনা হংকং

স্পোর্টস করেসপন্ডেন্ট, গুয়াংজু থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০
বাংলাদেশের সামনে অচেনা হংকং

গুয়াংজু: হংকংয়ের মেয়েরা ক্রিকেট খেলে বিষয়টি অনেকেরই অজানা। এমনকি বাংলাদেশের মেয়েদের কাছেও।

কোচ দিপু রায় চৌধুরীরও কোন ধারণ নেই। অজানা সেই দলের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে।

রোববার গুয়াংজু ক্রিকেট স্টেডিয়ামে হবে খেলা। খেলোয়াড়দের মতো মাঠও অপরিচিত বাংলাদেশের মেয়েদের কাছে। উইকেট সম্পর্কে বিষদ ধারণা নেই। তবে অনেকেই অনুমান করছেন বাংলাদেশের মতোই স্পিন উইকেট হবে গুয়াংজুতে।

উইকেট এবং প্রতিপক্ষ সম্পর্কে পূর্বধারণা না থাকলেও বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের লক্ষ্য কিন্তু জয়। শুধ জয় বললে ভুল হবে। আধিপত্য দেখিয়ে পুরো পয়েন্ট তুলে নেওয়া। আপাত দৃষ্টিতে বলা যায় খুব বেশি প্রত্যাশা করেনি বাংলাদেশ। সামর্থ্যরে বিচারে হংকংয়ের সঙ্গে জেতার কথা দিপু রায় চৌধুরীর শীষ্যদের। কোচ বলেন,“হংকং সম্পর্কে কোন ধারণা নেই। তবে আমাদের প্রস্তুতি ভালো। আশা করি খেলতে অসুবিধা হবে না। ”

বাংলাদেশ দলের মেয়েরাও আত্মবিশ্বাসী। অধিনায়ক সালমা খাতুনের বিশ্বাস যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে জয় পাওয়া কঠিন হবে না।

বাংলাদেশ স্কোয়াড: সালমা খাতুন (অধিনায়ক), পান্না ঘোষ, আয়শা আক্তার, সাথিরা জাকির জেসি, শুকতারা রহমান, লতা মন্ডল, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, চম্পা চাকমা, তিথি রানী সরকার, জাহানারা আলম, চামেলি খাতুন, সোহেলী আক্তার, সুলতানা ইয়াসমিন বৈশাখী ও তাজিয়া আখতার।

গুয়াংজু সময়: ২০৪২ ঘন্টা, নভেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।