ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ওয়ানডেতে ভারতকে টপকে দ্বিতীয় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
ওয়ানডেতে ভারতকে টপকে দ্বিতীয় শ্রীলঙ্কা

দুবাই: ভারতকে টপকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছে শ্রীলঙ্কা। তবে শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া সফরে অসিদের হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জয়ের মাধ্যমে ভারতকে পেছনে ফেলে সাঙ্গাকারার দল। লঙ্কানদের পয়েন্ট ১১৮। আর ভারতের পয়েন্ট ১১৭ (তৃতীয়)।

অবশ্য মহেন্দ্র সিং ধোনির দল যদি নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮ নভেম্বর শুরু হওয়া পাঁচটি ওয়ানডে সিরিজে জিততে (৫-০) পারে। তবে ফিরে পাবে হারানো স্থান।

এছাড়া চতুর্থ দক্ষিণ আফ্রিকা (১১৫), পঞ্চম ইংল্যান্ড (১১২) এবং ষষ্ঠ স্থানে আছে পাকিস্তান (১০০)। আর ৬৭ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে নবমস্থানে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের অবস্থান সপ্তম (৯৬)।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘন্টা, নভেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।