ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

খেলা

ডিআরইউ মিডিয়া ক্রিকেটে কালেরকণ্ঠ জয়ী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১১, নভেম্বর ৭, ২০১০

ঢাকা: ডিআরইউ-পেপসি মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতায় রোববার জয় পেয়েছে ডেসটিনি, ডেইলি স্টার, ইন্ডিপেন্ডেন্ট টিভি, বাংলাবাজার পত্রিকা, নিউনেশন ও কালেরকণ্ঠ।

মওলানা ভাসানী স্টেডিয়ামে ডেসটিনি ২ রানে হারায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে।

অন্য ম্যাচে ডেইলি স্টার জেতে বাসসের বিপক্ষে।

একই ভেন্যুতে ইন্ডিপেন্ডেন্ট টিভি ৪০ রানে হারায় আমাদের অর্থনীতিকে। এছাড়া বাংলাবাজার পত্রিকা পাঁচ উইকেটে পরাজিত করে সমকালকে। একই ব্যবধানে নিউনেশন হারায় সংগ্রামকে। দিনের শেষ ম্যাচে কালেরকণ্ঠ তিন উইকেটে হারায় ভোরের কাগজকে।

খেলা শেষে দিনের বিভিন্ন ম্যাচের সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করেন জাতীয় প্রেস কাবের সহ-সভাপতি আব্দুর রহমান, ডেসটিনি নির্বাহিী সম্পাদক ফয়সাল মাহমুদ, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আকতারুজ্জামান লাভলু, ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির সদস্য প্যাট্রিক ডি কস্তা, শওকত আলী খান এবং টুর্নামেন্ট ভেন্যুর প্রশাসক মশিউর রহমান।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘন্টা, নভেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।