ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

আতশবাজির বর্ণিল আলোতে বিশ্বকাপ বিদায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১১
আতশবাজির বর্ণিল আলোতে বিশ্বকাপ বিদায়

ঢাকা: বিদায়ী সঙ্গীত বাজেনি। সফল হলে বিদায় কান্নার প্রয়োজন হয় না।

আনন্দে ভেসে যেতে হয়। বাংলাদেশে বিশ্বকাপ সফল হয়েছে বলে খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সফল সমাপ্তিকে বাংলাদেশ স্মরণীয় করে রাখলো আতশ বাজির বর্ণিল ফোয়ারায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তাদের উপস্থিতিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনালের খেলা শেষে প্রায় দশ মিনিট ধরে আতশবাজি পোড়ানো হয়।

এসময় স্টেডিয়ামের সকল বৈদ্যুতিক বাতি নিভিয়ে দেওয়া হয়। মাঠের ভেতর থেকে এবং জিপি-বিসিবি একাডেমি মাঠ থেকে বর্ণিল সব আতশবাজি চোখ ধাঁধিয়ে দেয় খেলা দেখতে আসা দর্শকদের। দশ মিনিটের জন্য শোভা বাড়িয়ে দেয় মিরপুর স্টেডিয়ামের আকাশ। আশপাশের বাড়ি ঘর থেকেও আতশবাজির বর্ণিল আলো উপভোগ করে মানুষ।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।