ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

শেষ হলো সাভারের গলফ টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০
শেষ হলো সাভারের গলফ টুর্নামেন্ট

ঢাকা : শেষ হয়েছে চতুর্থ শাহ সিমেন্ট কাপ গলফ টুর্নামেন্ট। সাভার গলফ কাব মাঠে দুইদিন ব্যাপী অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় অংশ নেন দেশি-বিদেশি দুই শতাধিক গলফার।

প্রতিযোগিতায় পুরুষদের আঠার হোলের খেলায় বিজয়ী হয়েছেন লে. কর্নেল মিজানুর রহমান। এছাড়া সুপার সিনিয়র, সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে লে. কর্নেল এনামুর রহমান, সরোয়ার কামাল। মহিলাদের চ্যাম্পিয়ন তাসলিমা শিরিন।  

বিকেলে কাব হাউস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সেনাবাহিনীর সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আশরাফ আবদুলাহ ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্র“পের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুলাহ চৌধুরী (অব.), টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সাভার ৭১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তারিকুল আলম, ৮১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রাজ্জাক।

বাংলাদেদশ সময়: ২০১৪ ঘন্টা, নভেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।