ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় ক্রিকেট লিগে ঢাকা ও চট্টগ্রামের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০
জাতীয় ক্রিকেট লিগে ঢাকা ও চট্টগ্রামের জয়

ঢাকা: দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগে শুক্রবার জয় পেয়েছে চট্টগ্রাম, ঢাকা ও বরিশাল বিভাগ। চট্টগ্রাম ১২১ রানে সিলেটকে, ঢাকা ৬ উইকেটে খুলনাকে ও বরিশাল ৩ উইকেটে হারায় রাজশাহীকে।

 
চট্টগ্রাম ইনিংস: ২৫১/৭ (৫০ ওভার)
সিলেট ইনিংস: ১৩০/১০ (৩৬.১ ওভার)

রাজশাহীতে আগে ব্যাট করতে নেমে নাফিস ইকবালের ৬৯, ফয়সাল হোসেনের ৫৮ ও  আফতাব আহমেদের ৫২ রানের সুবাদে চট্টগ্রাম নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৫১ রানের বড় সংগ্রহ গড়ে তোলে।

তাপস বৈশ্য ৪২ রানে দুই উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ফয়সাল হোসেনের বোলিং তোপে মাত্র ১৩০ রানেই গুটিয়ে যায় সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন সায়েম আলম।

ফয়সাল ২৮ রানে পাঁচ উইকেট নিয়ে সিলেট ইনিংসে ধস নামান। এছাড়া মাহমুদুল হাসান নে দুটি উইকেট।

খুলনা ইনিংস: ১৭০/১০ (৪৭.৫ ওভার)
ঢাকা ইনিংস: ১৭১/৪ (৩৬.৫ ওভার)

বগুড়াতে আগে ব্যাট করে ৪৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান তোলে খুলনা।

সগীর হোসেন ৫৪ ও তুষার ইমরান ৫৩ রান করেন।

মাহবুবুল আলম ২৭ রানে পাঁচ উইকেট দখল করেন। ইলিয়াস সানি ও মোহাম্মদ শরীফ পান দুটি করে উইকেট।

জবাবে আনামুল হকের অপরাজিত ৬৪ ও উত্তম সরকারের ৪৪ রানের ইনিংস দুটির সুবাদে ৩৬.৫ ওভারেই জয় তুলে নেয় ঢাকা বিভাগ।

খুলনার পক্ষে তিনটি উইকেট নেন বিশ্বনাথ।

এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনিসুর রহমান ও জুবায়েরের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২২০ রান তোলে রাজশাহী।

আনিসুর ৬১ ও জুবায়ের ৪৬ রান করেন। এছাড়া ফরহাদ রেজার ব্যাট থেকে আসে ২৭ রান।

বরিশালের পক্ষে কামরুল ইসলাম ও সোহাগ গাজী দুইটি করে উইকেট নেন।

২২১ রানের লক্ষ্যে খেলতে নেমে হান্নান সরকারের ৫৮, ফজলে রাব্বির ৫০ ও শাহিন হোসেনের ৪৭ রানেই ইনিংস তিনটির সুবাদে তিন উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বরিশাল।

রাজশাহীর পক্ষে ফরহাদ রেজা ও সাকলায়েন সজিব দুইটি করে উইকেট নেন।

এ নিয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে ঢাকা বিভাগ। চার জয় ও এক হারে সমান ম্যাচে বরিশালের সংগ্রহও ৮। তবে ঢাকার সঙ্গে মুখোমুখিতে হারের কারণে দ্বিতীয় স্থানেই থাকতে হচ্ছে বরিশালকে।

তিন হার ও দুই জয়ে রাজশাহীর সংগ্রহ ৬ পয়েন্ট। পাঁচ ম্যাচে তিন হারে সিলেট ও চট্টগ্রামের সংগ্রহ চার পয়েন্ট করে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘন্টা, নভেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।