ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় শ্রীলঙ্কার

সিডনি: টানা দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজ নিশ্চিত করেছে সফরকারী শ্রীলঙ্কা। শুক্রবার বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে লঙ্কানরা ২৯ রানে হারায় স্বাগতিকদের।

সুবাদে তিন ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নেয় লঙ্কানরা।

শ্রীলঙ্কা ইনিংস: ২১৩/৩ (৪১.১ওভার)
অস্ট্রেলিয়া ইনিংস: ২১০ (৩৭.৪ওভার)

সিডনি ক্রিকেট মাঠে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে উপুল থারাঙ্গা আর তিলকারত্নে দিলশানের ৯৮ রানের জুটির সুবাদে ইনিংসের শক্ত ভীত দাঁড় করায় লঙ্কানরা। কিন্তু ব্যক্তিগত ৪৭ রানে হরিজের বলে এলবিডব্লু’র ফাঁদে পড়ে দিলশান সাজঘরে ফিরলে এ জুটির ভাঙ্গন ধরে।

তবে ৮৬ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন উপুল। সঙ্গী হয়ে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস (১৭)। এছাড়া ওয়াটসনের বলে ম্যাককেই এর হাতে বল তুলে দেওয়ার আগে অধিনায়ক কুমার সাঙ্গাকারা দলের সঙ্গে যোগ করেন ৪৫ রান।

৩৪ ওভারে দুই উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ যখন ১৬১ তখন বৃষ্টির কারণে ৫ ওভার কমিয়ে আনা হয় ম্যাচ।   ৪১.১ ওভারে আবারো বৃষ্টি নামায় তিনটি উইকেটে ২১৩ রান তুলে মাঠ ছাড়ে লঙ্কানরা।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩৪ রানে ২টি উইকেট তুলে নেন শেন ওয়াটসন।

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র তিন রানে ব্রাড হাডিনের উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। সফরকারীদের বোলিং নৈপূণ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ব্যাটসম্যানদের কেউই বড় স্কোর গড়তে পারেননি। অসিদের দলীয় ইনিংসও মুখ থুবড়ে পড়ে ২১০ রানে।

সর্বোচ্চ ৪০ রান করেন শেন ওয়াটসন। এছাড়া হোয়াইট ৩৫ ও স্মিথ ৩৩ রান করেন।

প্রথম ম্যাচে উইকেটের দেখা না পেলেও এ ম্যাচে ৩০ রানে ২টি উইকেট নেন মুত্তিয়া মুরালিধরন।

এছাড়া শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন পেরেরা, কুলাসেকার ও রনদিভ। আর ম্যাককেই এর শেষ উইকেটটি তুলে নিয়ে অস্ট্রেলিয়ার পরাজয় নিশ্চিত করেন লাসিথ মালিঙ্গা।

ম্যাচ সেরা বিবেচিত হন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা।

বাংলাদেশ সময়: ১২০৪৮ ঘন্টা, নভেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।