ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ডিআরইউ-পেপসি আন্তঃ হাউজ ক্রিকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র আয়োজনে শনিবার থেকে শুরু হচ্ছে ডিআরইউ- পেপসি আন্তঃ হাউজ ক্রিকেট প্রতিযোগিতা।

এই টুর্নামেন্টে বিভিন্ন সংবাদপত্র, টিভি চ্যানেল, নিউজ এজেন্সী ও রেডিওসহ ৩২টি গণমাধ্যম অংশ নিচ্ছে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ডেইলি নিউ এইজ খেলবে দৈনিক যায় যায় দিনের বিপক্ষে, রেডিও টুডে মুখোমুখি হবে আজকালের খবরের, যুগান্তর লড়বে ই্িন্ডপেন্ডেন্টের সঙ্গে। এছাড়া বৈশাখী টিভি মাঠে নামবে জনপদের বিপক্ষে, ইনকিলাব অবতীর্ণ হবে ডেইলি সানের এবং নয়া দিগন্ত মুখোমুখি হবে ইউএনবির।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মোস্তফা কামাল এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হকি ফেডারেশনের সাধারণ সম্মাদক খোন্দকার জামিল উদ্দিনসহ স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এ উপলক্ষ্যে শুক্রবার ডিআরইউ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন ডিআরইউএর ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান হিরু। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক পথিক সাহা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মনোয়ার হক, সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘন্টা, নভেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।