ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

পদত্যাগ করলেন চিলির কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০
পদত্যাগ করলেন চিলির কোচ

সান্তিয়াগো: চিলির জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মার্চেলো বিয়েলসা। দেশটির ফুটবল ফেডারেশন (এএনপিএফ)’র সভাপতির পদে হ্যারল্ড মাইন নিচোল্লসকে পুনরায় নির্বাচনে ব্যর্থ হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মলনে ৫৫ বছর বয়সী এই আর্জেন্টাইন জানান,“হ্যারল্ড যেহেতু দায়িত্বে নেই, তাই আমিও  কোচের পদ থেকে পদত্যাগ করছি। ”

এএনপিএফ’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন স্প্যানিশ ব্যবসায়ী জর্জ সিগোভিয়া। ২৮ ভোটের মধ্যে ২২ ভোট পেয়েছেন এই স্প্যানিশ। এজন্য তিনি সমর্থন পেয়েছেন কোলোকোলো ও ইউনিভার্সিডেড ডি চিলির মতো টপ ফাইট ক্লাবগুলোর।

১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবলের দলের কোচ ছিলেন বিয়েলসা। এরপর ২০০৭ সালে যোগ দেন চিলির কোচ হিসেবে। অবশ্য চিলির কোচ হওয়ার ক্ষেত্রে বিয়েলসাকে সব রকম সহায়তা দিয়েছিলেন হ্যারল্ড। তাই তিনি নির্বাচিত না হওয়ায় পদত্যাগ করলেন বিয়েলসা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘন্টা, নভেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।