ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

শুক্রবার স্কুল দাবা শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০

ঢাকা: দাবা ফেডারেশনের আয়োজনে শুক্রবার থেকে ১২তম স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা প্রতিযোগিতা শুরু হচ্ছে ।

কেজি হতে দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

খেলার কক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে (এনএসসি টাওয়ার) আগ্রহী ছাত্র-ছাত্রীরা শুক্রবার দুপুর দুইটায় নাম জমা দিতে পারবে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার এনএসসির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন । এসময় উপস্থিত ছিলেনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরিসহ ফেডারেশনের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘন্টা, নভেম্বর ০৪, ২০১০
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।