ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

হোসপাইপ ফিল্ডিং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০
হোসপাইপ ফিল্ডিং

ঢাকা: পিচ্ছিল করে তোলা হলো মাঠের দক্ষিণ পাশের একচিলতে জায়গা। পাইপ থেকে পানি ছেটাচ্ছেন গ্রাউন্ডসম্যান।

ভেজা জায়গায় ডাইভ দেন ক্রিকেটাররা। বেশ মজা পাচ্ছিলেন মাশরাফিরা। বিশেষ এই অনুশীলনের নাম হোসপাইপ ফিল্ডিং।

এবার নিশ্চয় বোঝার বাকি নেই অনুশীলনের পরিচালক জুলিয়ান ফাউন্টেন। ফিল্ডিং শেখাতে অভিনব পদ্ধতি ব্যবহার করছেন এই ইংলিশ কোচ। হোসপাইপ ফিল্ডিংয়ের উদ্দেশ্য ডাইভ দিয়ে ক্যাচ লুফে নেওয়ায় অভ্যস্থ করে তোলা। শুকনো মাঠে এধরণের অনুশীলন একটু কঠিন বৈকি। তবে অভ্যস্থ হয়ে গেলে খেলার সময় এনিয়ে শুকনো মাঠ কোন সমস্যা নয়।

মাশরাফি, সাকিব, মুশফিকুর, রকিবুলরা দারুণ মজা পাচ্ছিলেন। ঠিক যেন সাঁতার শেখাচ্ছিলেন কোচ। সুবোধ বালকের মতো তা শিখছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘন্টা, নভেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।