বিশ্বের সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজি কাবাডি আসর প্রো কাবাডি লিগের ১২তম আসর শুরু হতে যাচ্ছে আগামী আগস্টে। এই আসরকে ঘিরে আগামী ৩১ মে ও ১ জুন নিলাম আয়োজিত হবে।
দশজন খেলোয়াড় চূড়ান্ত করে সেই তালিকা আজ পাঠিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। তারা হচ্ছেন: মিজানুর রহমান, লিটন আলী, আরিফ রব্বানী, রাসেল হাসান, রাজীব আহমেদ, রোমান হোসাইন, দ্বীপায়ন গোলদার, মনিরুল চৌধুরী, আল আমিন ও শাহ মোহাম্মেদ শাহান।
নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের কাবাডির উন্নয়নে কাজ করে যাচ্ছে। নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। আন্তর্জাতিক মান অনুযায়ী খেলোয়াড়দের মান বাড়াতে চায় বর্তমান কমিটি। গত জানুয়ারিতে নেপালে ফ্রাঞ্চাইজি কাবাডি লিগে খেলেছেন বাংলাদেশের ছয় জন খেলোয়াড়।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, ‘নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর আমাদের মাঝে অনেক চ্যালেঞ্জ ছিল। প্রথমত আমরা নেপাল কাবাডি লিগে ছয়জন খেলোয়াড় পাঠিয়েছি। এবার প্রো কাবাডি লিগের নিলামের জন্য আমরা দশজন খেলোয়াড় বাছাই করে তাদের নাম পাঠিয়েছি। খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে আমাদের একটা সিলেকশন কমিটি রয়েছে। সেই কমিটি সবকিছু যাচাই করে খেলোয়াড় নির্বাচন করেছে। এখানে নিলামে তিনজন খেলোয়াড় প্রাধান্য পাবে যারা সাম্প্রতিক আসরগুলোতে খেলে এসেছে। এই তিনজন খেলোয়াড় হচ্ছে মিজান, লিটন, আরিফ রব্বানী। ’
প্রো কাবাডির নিলামের জন্য ইরানের পরই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় চাওয়া হয়েছে। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘প্রো কাবাডির নিলামে এই মুহূর্তে আমরা দ্বিতীয় অবস্থানে আছি। ইরানের পরই আমাদের অবস্থান। আমাদের এখান থেকে দশজন চেয়েছে। নেপাল, কেনিয়া, থাইল্যান্ড সেই সব দেশে আমাদের চেয়ে কম সংখ্যক খেলোয়াড় চাওয়া হয়েছে। ’
এআর/আরইউ