ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

ভাঙ্গলো মিলন মেলা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
ভাঙ্গলো মিলন মেলা

কক্সবাজার: দেখতে দেখতে কেটে গেলো তিনটি দিন। শনিবার পর্দা নামলো বিচ ক্রিকেটের।

দেখা হবে ফের কক্সবাজারের বিশাল সৈকতে। ৩৬৫ দিন অপেক্ষার পর বিশালত্বের সামনে ফিরে আসবেন সাবেকদের অনেকে।

উৎসবের রঙে রঙ্গিন হয়ে উঠেছিলো কক্সবাজার। উপলক্ষ্য বিচ ক্রিকেট। দিনে খেলা। রাতে কনসার্ট। মাঝে মাঝে সমুদ্র সৈকতে বন্ধুর কাঁধে হাত রেখে পায়ে পায়ে এগিয়ে চলা। অনেক ক্রিকেটারই স্ব-পরিবারে এসেছিলেন কক্সবাজারে। দিনগুলো সোনার খাচায় বন্ধি হয়ে গেলো।

ক্রিকেটের সঙ্গে থাকতে। খেলাটিকে জনপ্রিয় করে তুলতে সাবেক ক্রিকেটাররা গড়ে তোলেন ওয়েকা। সপ্তাহের ছুটির দিনে নিজেদের মধ্যে খেলেন। এরপর চালু করা হয় বিচ ক্রিকেট টুর্নামেন্ট। দু’বছরে দুটি টুর্নামেন্টের আয়োজন করে ফেলেছে সংগঠনটি।

মহতী উদ্যোগও নিয়েছে ওয়েকা। ক্রিকেটে বিশেষ অবদান রাখার জন্য আজীবন সম্মাননাও দিচ্ছে। এবছর সম্মাননা পেয়েছেন রামচান্দ গোয়ালা, সৈয়দ আলতাফ হোসেন ও এসএ আহাদ ঝুনু। এই তিন ক্রিকেট ব্যক্তিত্বকে ক্রেস্ট ছাড়াও নগদ একলাখ টাকা করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘন্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।