ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

বিচ ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন র‌্যাম্বলার্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
বিচ ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন র‌্যাম্বলার্স

কক্সবাজার: অল্পের জন্য বলটা সমুদ্রে গিয়ে পড়েনি। দর্শনীয় ছয়।

দর্শকদের করতালিতে মুখরিত হলো কক্সবাজারের সিগাল পয়েন্ট। পাঁচটি ছয়ের মারে ৩৪ রান তুলে অবসর নেন নাঈমুর রহমান দুর্জয়।

ভিত পাওয়ার পর জয় পেতে কোন সমস্যাই হলো না র‌্যাম্বলার্স স্পোর্টিং কাবকে। খালেদ মাহমুদ সুজনের দল ইস্পাহানী ক্রিকেটার্সকে ৩ উইকেটে হারিয়ে বিচ ক্রিকেটের শিরোপা জিতে নেয় জাতীয় দলের তিন অধিনায়ক ফারুক আহমেদ, আকরাম খান ও দুর্জয়ের র‌্যাম্বলার্স। দারুণ খেলেছেন সাবেক অধিনায়করা। বিশেষ করে দুর্জয়ের অলরাউন্ড পারফরমেন্স প্রশংসনীয়।

অথচ ইস্পাহানী ক্রিকেটার্স ৫ ওভারে ৭৬ তুলে শিরোপা জয়ের স্বপ্ন দেখছিলো। কিন্তু তাদের আশায় জল ঢেলে দেন র‌্যাম্বলার্সের ক্রিকেটাররা। দেবব্রত পাল পঞ্চম ওভারের চতুর্থ বলে লংঅফ দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে বিজয় উল্লাসে মেতে উঠেন। এবি ব্যাংক-সিটি সেল বিচ ক্রিকেটের ফাইনালের ম্যাচ সেরা হন দুর্জয়।

বিচ ক্রিকেটের প্রথম আসরে শিরোপা জিতেছিলো রেনেগাস।

তিন দিনের এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে কক্সবাজারের পরন্ত বিকেলে পুরস্কার বিতরণী হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও টুর্নামেন্ট আয়োজক কমিটির কর্মকর্তারা।

সংক্ষিপ্ত স্কোরকার্ড (ফাইনাল) ॥

ক্রিকেটার্স: ৭৬/২  (সেজান ৩০, আজম ইকবাল ১৮ ; আকরাম ১/১৭, পার্থ ১/৬)
র‌্যাম্বলার্স: ৮০/২ (দুজর্য় ৩৫, ফারুক ৮ ; নাসু ১/৭)।
ফল ॥ র‌্যাম্বলার্স ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাঈমুর রহমান দুর্জয় ( র‌্যাম্বলার্স)।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘন্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad