ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ঘুরে দাঁড়িয়েছে খুলনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০
ঘুরে দাঁড়িয়েছে খুলনা

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের ১২তম আসরের তৃতীয় পর্বের খেলায় ঘুরে দাঁড়িয়েছে খুলনা বিভাগ। টানা দুই হারের পর শুক্রবার জয় তুলে নিয়েছে তারা।

অপর দিকে টানা তৃতীয় জয় পেয়েছে বরিশাল বিভাগ। দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে ঢাকাও।

সিলেট বিভাগ: ১৩৫/১০ (৪৩.২ ওভার)
খুলনা বিভাগ: ১৩৬/৪ (৩২.৪ ওভার)
ফল: খুলনা ৬ উইকেটে জয়ী।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রুবেল হোসেনের মারাত্মক বোলিংয়ে ১৩৫ রানেই গুটিয়ে যায় সিলেট। অধিনায়ক অলক কাপালি ও নুরুল আহসান প্রত্যেকেই ১৮ রান করেন।
রুবেল ৪৩ রানে তিনটি উইকেট নেন।

জবাবে তুষার ইমরানের ৫১ ও নাজমুস সাদাতের ৪২ রানের সুবাদে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে খুলনা।

চট্টগ্রাম বিভাগ: ২১৮/৯ (৫০ ওভার)
বরিশাল বিভাগ: ২২২/১ (৪৬.৫ ওভার)
ফল: বরিশাল ৯ উইকেটে জয়ী।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মাহমুদুল হাসানের ৪১ ও  গাজী সালাউদ্দিনের ৩০ রানের ওপর ভর করে ৯ উইকেটে ২১৮ রান করে চট্টগ্রাম।

কামরুল ইসলাম রাব্বি ৬৪ রানে পাঁচ উইকেট নিয়ে প্রতিপক্ষকে বড় স্কোর গড়তে দেননি।

জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান ফজলে রাব্বির অপরাজিত শতক (১০০ রান) ও শাহরিয়ার নাফীসের অপরাজিত ৮০ রানের সুবাদে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

রাজশাহী বিভাগ: ২৭৩/৭ (৫০ ওভার)
ঢাকা বিভাগ: ২৭৪/৮ (৪৯.৩ ওভার)
ফল: ঢাকা ২ উইকেটে জয়ী।  

রাজশাহীতে দিনের অপর ম্যাচে মুশফিকুর রহিমের ৭২ ও জুনায়েদ সিদ্দিকীর ৫৫ ও জুবায়ের আহমেদের অপরাজিত ৪২ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে স্বাগতিক দল।

জবাবে মাহমুদুল্লাহ রিয়াদের শতক (১১৬ রান) ও মোহাম্মদ আশরাফুলের অর্ধশতকে (৬৩ রান) ভর করে প্রতিপক্ষের বিশাল সংগ্রহকে তিন বল হাতে রেখেই টপকে যায় ঢাকা।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘন্টা, অক্টোবর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।