ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

মহিলা হ্যান্ডবলে ভিকারুন নিসা চ্যাম্পিয়ন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
মহিলা হ্যান্ডবলে ভিকারুন নিসা চ্যাম্পিয়ন

ঢাকা: ডেলটা লাইফ ইনসুরেন্স মহিলা কলেজ হ্যান্ডবল প্রতিযোগিতায় শিরোপা জিতেছে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। বৃহস্পতিবার ফাইনালে তারা সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে হারায়।

হ্যান্ডবল স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিলো ভিকারুন নিসার মেয়েরা। দ্বিতীয়ার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে সিদ্বেশ্বরী। এ সময় সিদ্বেশ্বরীর মেয়েরা দুইটি গোল পরিশোধ করলেও খেলায় প্রাধান্য ধরে রাখে ভিকারুন নিসা। আরো দুইটি গোল করে ৪-২ গোল ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী প্রতিযোগিতায় ইডেন গার্লস কলেজ সিনিয়র দল একই কলেজের জুনিয়র দলকে হারায়।

ভিকারুন নিসার পিংকী প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সেরা গোলরক্ষক হয়েছেন সিদ্বেশ্বরী গার্লস কলেজের জায়েরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি নূরুল ফজল বুলবুল ও স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হুসাইনসহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘন্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।