ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামে ৮৭ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

চট্টগ্রাম: ২০১১ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটের জন্য নগরীর অবকাঠামো উন্নয়নে ৮৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার সকালে সিটি মেয়র এম মনজুর আলম মাটি কেটে প্রকল্পের উন্নয়ন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

 

এম মনজুর আলম বলেন, ‘বিশ্বকাপ সফলতার সঙ্গে আয়োজন করে আমরা প্রমাণ করব চট্টগ্রামবাসী অতিথিপরায়ণ এবং যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানে। ’

মেয়র প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন।

সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বাংলানিউজকে জানান, প্রথম পর্যায়ে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন সেনবাড়ী রোড ও কার পার্কিং প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থের এ কার পার্কিং প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা।

এছাড়া সেনবাড়ী রোডের উন্নয়নে বরাদ্দ হয়েছে ১ কোটি টাকা।  

দ্বিতীয় পর্যায়ে বাকি প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নিছার আহমদ মনজু, মোর্শেদ আকতার চৌধুরী, হাজী নুরুল হক, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব মোমিনুর রশিদ আমিন, প্রকল্প পরিচালক মোখতার আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।