ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

কোরিয়ান তায়কোয়ান্দে আনসারের শ্রেষ্ঠত্ব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০

ঢাকা: আনসারের শ্রেষ্ঠত্বের মধ্যদিয়ে শনিবার শেষ হয়েছে কোরিয়া কাপ তায়কোয়ান্দোর প্রতিযোগিতা। ছেলে এবং মেয়ে উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে আধাসামরিক বাহিনী।

ছেলেদের বিভাগে ৬টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক জিতেছে আনসার। এই বিভাগে ২টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ পদক নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ রাইফেলস।

মেয়েদের বিভাগে ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জ পদক পেয়েছে শীর্ষ স্থানে থাকা আনসার। তবে মেয়েদের বিভাগে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক নিয়ে রানার্সআপ হয়েছে কে.বি. স্কুল।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। এ সময়      উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাই ইয়ং চো, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মানু এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরওয়ার।

বাংলাদেশ সময়: ২১০২ ঘন্টা, অক্টোবর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।