ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

খেলা

ফিলিস্তিনের পাশে টি স্পোর্টস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
ফিলিস্তিনের পাশে টি স্পোর্টস

ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ২১ এবং ২৬ মার্চ ম্যাচ দুটি আয়োজিত হবে।

মাঠে প্রতিদ্বন্দ্বিতা হলেও মাঠের বাইরে ফিলিস্তিনের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের একমাত্র স্পোর্টসভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস।

বাংলাদেশ এবং ফিলিস্তিনের ম্যাচ দুটি দেখা যাবে টি স্পোর্টস অ্যাপে। সেখানে খেলা দেখতে হলে সাবসক্রিপশন ফি প্রদান করতে হয়। সাবসক্রিপশন ফি’র পুরো টাকা ফিলিস্তিনের জন্য দান করা হবে বলে ঘোষণা দিয়েছে টি স্পোর্টস।

নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে তারা লিখেছে, ‘বাংলাদেশ-ফিলিস্তিন বিশ্বকাপ বাছাইয়ের ২ ম্যাচে টি স্পোর্টস অ্যাপ থেকে উপার্জিত সমুদয় অর্থ যাবে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের কাছে। ভোর হোক তোমার জানালায়। ভোর হোক ধ্বংসস্তূপে চাপা পড়া শহরে...’

টি স্পোর্টসের এই ঘোষণা ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সকল মহলের বাসিন্দারাই তাদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।