ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

টেনিসের বালক দ্বৈতে চ্যাম্পিয়ন মামুন ও দেলোয়ার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০

ঢাকা: বিকেএসপি এটিএফ অনুর্ধ্ব- ১৪ বছরের সিরিজ টেনিস প্রতিযোগিতায় বালক দ্বৈত বিভাগে বুধবার চ্যাম্পিয়ন হয়েছেন মামুন বেপারি ও দেলোয়ার হোসেন।

বিকেএসপিতে ফাইনাল খেলায় মামুন ও দেলোয়ার জুটি ৬-২ ও ৬-০ গেমে ওয়াই মং ও আখতার হোসেন জুটিকে পরাজিত করেন।

এছাড়া বালক এককের ফাইনালে উন্নীত হয়েছেন মামুন ও দেলোয়ার। সেমিফাইনালে মামুন ৬-২ ও  ৬-৩ গেমে ভারতের গোভেজ আরিয়ানকে এবং দেলোয়ার হোসেন ৬-০ ও ৬-৩ গেমে হংকংয়ের চ্যাং চেট ইউনকে পরাজিত করেন।

বালিকা এককের ফাইনালে উঠেছেন হংকং এর স্পেক মেন ও ইউং ইয়ান। সেমিফাইনারে স্পেক ৬-১ ও ৬-১ গেমে ভারতের আবোলি গোঘারিকে এবং ইয়ান ৩-৬, ৬-২ ও ৬-১ গেমে স্বদেশী এনজি কাউনকে হারান।

বৃহস্পতিবার বিকেএসপিতে উভয় বিভাগের ফাইনাল খেলা হবে।

বাংলাদেশ সময়: ২২২১ ঘন্টা, অক্টোবর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।