ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

টিটিতে হ্যাটট্রিক শিরোপা শেখ রাসেলের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০

ঢাকা: ঢাকা মহানগরী টেবিল টেনিসে সিনিয়র ডিভিশনের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এ নিয়ে টানা তিনবার সিনিয়র ডিভিশনের চ্যাম্পিয়ন শেখ রাসেল।

অন্যদিকে মহিলা লিগের খেলায় শিরোপা জিতেছে বিমান। এছাড়া প্রথম বিভাগের সুপার লিগের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মোলার টিটি।

সিনিয়র ডিভিশনের সুপার লিগ শেষে ২৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় শেখ রাসেল। ২৪ পয়েন্ট নিয়ে তাদের পেছনে ছিলো আরমানীটোলা জেএস।

মহিলা লিগে ১২ পয়েন্ট নিয়ে বিমান শিরোপা জেতে। তাদের চেয়ে এক পয়েন্ট কম পেয়ে রানার্স আপ আবাহনী লিমিটেড।

অন্যদিকে প্রথম বিভাগে চ্যাম্পিয়ন মোলার টিটির সংগ্রহ ১০ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে তাদের পেছনে ছিলো বিমান।

২৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত টেবিল টেনিস লিগ চ্যাম্পিয়নশিপের খেলায় সিনিয়র ডিভিশনে ১০টি, প্রথম বিভাগে ১৭টি ও মহিলা লিগে ৭টি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘন্টা, অক্টোবর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।