ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রেরণার নাম পুরস্কার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০
প্রেরণার নাম পুরস্কার

ঢাকা: জাতীয় দলের ক্রিকেটারদের উজ্জীবিত করতে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন ফিল্ডিং কোচ জুলিয়ান ফাউন্টেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতি ম্যাচে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে সেরাদেরকে পুরস্কৃত করেন তিনি।

সাদা চোখে দেখেই পারফরমার নির্বাচন করেন না জুলিয়ান। ভিডিও টেকনোলজি কাজে লাগিয়ে প্রতিটি বিভাগের সেরাদেরকে বাছাই করেন এই ইংলিশ।

প্রথম ম্যাচের তিন সেরা বোলিংয়ে নাজমুল হোসেন, ফিল্ডিংয়ে নাঈম ইসলাম এবং ব্যাটিংয়ে সাকিব আল হাসান কোচের কাছ থেকে স্মারক উপহার পেয়েছেন। এভাবে প্রতিটি ম্যাচে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন জুলিয়ান।

খেলার দিন সকাল থেকে ল্যাপটপের সফটওয়ার খুলে বসে থাকেন ফিল্ডিং কোচ জুলিয়ান ফাউন্টেন। বলে বলে প্রয়োজনীয় তথ্য টুকে নেন। বোলিং কোচ ইয়ান পন্টের দায়িত্ব ভিডিও চিত্রধারণ করা। এই দুইধরণের তথ্য পর্যালোচনা করেই খেলোয়াড়দের পারফরমেন্স মূল্যায়ন করা হয়।

বাংলাদেশ সময়: ২১০২ ঘন্টা, অক্টোবর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।