ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ডোপ পাপী ভারতীয় অ্যাথলেট রানী যাদব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০
ডোপ পাপী ভারতীয় অ্যাথলেট রানী যাদব

নয়াদিল্লি: নিরাপত্তা ও গেমস পল্লীর অব্যবস্থাপনার অভিযোগে দিল্লি কমনওয়েলথ গেমসে শুরুতে খেলতে চায়নি অনেক দেশ। কিন্তু জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে সেই সমস্যা কাটিয়ে উঠলেও শেষ রক্ষা হলো না।

সমাপনী অনুষ্ঠানের আগে ডোপ টেস্টে ফেঁসে গেলেন ভারতীয় অ্যাথলেট রানী যাদব।

মেয়েদের ২০ কিলোমিটার হাঁটায় ষষ্ঠ স্থান পান ২০ বছর বয়সী যাদব। তবে তার শরীরে নিষিদ্ধ ন্যানড্রোলোন পেয়েছে কর্তৃপক্ষ।  

প্রতিযোগিতায় যাদবকে সাময়িকভাবে নিষিদ্ধ করার হয়েছে। বুধবার কমনওয়েলথ গেমস ফেডারেশনের শুনানিতে হাজির হওয়ার জন্য বলা হয়েছিলো তাকে।

এর আগে ডোপ টেস্টে ধরা পড়েছেন দুই নাইজেরিয়ান অ্যাথলেটস। মেয়েদের ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জয়ী ওসায়েমি ওলুদামোলা এবং তার স্বদেশী ১১০ মিটিার হার্ডলার স্যামুয়েল ওকোন।

এবিষয়ে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ললিত ভানত বলেছেন,“স্বাগতিক দেশের একজন অ্যাথলেটের এমন প্রতারণা করা খুবই দুঃখজনক। ”

বাংলাদেশ সময়: ২০৫২ ঘন্টা, অক্টোবর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।