ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ছেলেরা আত্মবিশ্বাসী: সিডন্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০
ছেলেরা আত্মবিশ্বাসী: সিডন্স

ঢাকা: দেশের মানুষের জন্য দারুণ এক খবর দিয়েছেন প্রধান কোচ জেমি সিডন্স। নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নেবে বাংলাদেশ।

অনেক আত্মবিশ্বাসী না হলে সিরিজ নির্ধারণী ম্যাচের আগেরদিন এমন কথা বলার সাহস করতে না এই অস্ট্রেলিয়ান।

শরতের গরমের সঙ্গে মানিয়ে নিতে ম্যাচের আগের দিনও কঠোর অনুশীলন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সবকিছু পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর সিডন্স জানিয়েছেন,“এখনও দুটি ম্যাচ বাকি। ছেলেদের আত্মবিশ্বাস আছে। কালকের ম্যাচে ভালো ক্রিকেট খেলতে চাই আমরা। ”

নিউজিল্যান্ডের বিপক্ষে এই প্রথম ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রত্যেকের চোখে মুখে রেকর্ড গড়ার স্বপ্ন। শীষ্যদের প্রত্যাশার কথা শোনাচ্ছিলেন প্রধান কোচ,“নিউজিল্যান্ড চাপে আছে। প্রথম বল থেকেই তাদেরকে চাপে রাখতে হবে। ছেলেরা তো জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। দেখা যাক কি হয়। ”

উন্নতি শব্দটা বাংলাদেশের ক্রিকেটে আধুনিক সংযোজন। প্রতিনিয়তই ক্রিকেটারদের মুখে এখন শোনা যায়,“কোচ বলেছেন আমাদের উন্নতির অনেক জায়গা আছে। সেখানে উন্নতি করতে পারলে সফল হওয়া সম্ভব। ” কথাটা একেবারে অমূলক নয়। আগের ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়াই উন্নতি।

সিডন্সের মতে,“অনেকে ভালো স্কোর করতে পারছে না। কয়েকজনের স্ট্রাইকরেট ভালো নয়। সেখানে আমাদেরকে উন্নতি করতে হবে। পাওয়ার প্লে, বিশেষ করে শেষ পাঁচ ওভারে বোলিং নিয়ে কাজ করতে হবে। এসব জায়গায় উন্নতি করা সম্ভব হলে যেকোন দলকে হারানো সম্ভব। ”

বুধবারের অনুশীলনে বোলিং নিয়ে বিশেষ কাজ করেছেন সিডন্স। পাওয়ার প্লেতে স্পিন বোলিংটা বিশেষ পছন্দ নয় কোচের। তিনি জানান, শেষ পাওয়ার প্লেতে পেস বোলারদের কাজে লাগাতে চান। সেক্ষেত্রে শফিউল ইসলামকে অস্ত্র হিসেবে ব্যবহার করানোর ইচ্ছে তার।

প্রতিপক্ষ সম্পর্কেও সতর্ক পদক্ষেপ ফেলছেন সিডন্স। বলেন,“নিশ্চয় সিরিজে ফেরার চেষ্টা করবে নিউজিল্যান্ড। শুভ এবং নাফিসকে পরাস্ত করতে তারা অবশ্যই প্রস্তুত হয়ে নামবে। জয় পেতে চাইলে আমাদেরকে সেরা ক্রিকেট খেলতে হবে। ”

বাংলাদেশ সময়: ২০০৭ ঘন্টা, অক্টোবর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।