ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

এমিলির জোড়া গোলে শেখ জামালের উড়ন্ত সূচনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০
এমিলির জোড়া গোলে শেখ জামালের উড়ন্ত সূচনা

 

ঢাকা: অভিষেক ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে পেশাদার লিগে নবাগত লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জাহিদ হাসান এমিলির জোড়া গোলে বুধবার গ্রামীণফোন ফেডারেশন কাপে তারা ৩-০ তে হারিয়েছে ফকিরেরপুল ইয়াংমেন্সকে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম মিনিটেই গোল পেয়ে যায় শেখ জামাল। তাদের ফরোয়ার্ড এমিলিকে বক্সের ভেতরে ইয়াংমেন্সের ডিফেন্ডার মোখলেসুর রহমান অবৈধভাবে ফেলে দেওয়ায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। এমিলিই স্পট কিক থেকে গোল করেন।

১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমিলি। মামুনুল ইসলামের ফ্রি কিক থেকে মাথা ছুঁইয়ে দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের জালে বল জড়ান।

শুরুটা দেখে মনে হয়েছিলো জাতীয় দলের ১৬ খেলোয়াড় নিয়ে গোল উৎসবে মেতে উঠতে পারে শেখ জামাল। কিন্তু সিনিয়র ডিভিশনের বর্তমান চ্যাম্পিয়ন দলের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেনি।

২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামে শেখ জামাল। ৫৭ মিনিটে ব্যবধান আরেকবার বাড়িয়ে নেয়। তৃতীয় গোলটি করেন এনামুল হক। জাহিদের ক্রস থেকে বল পেয়ে প্লেসিং শটে নিশানা ভেদ করেন তিনি।

খেলার শেষবাঁশি বাজার দুই মিনিট আগে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলো ফকিরেরপুল। কিন্তু গফুরের শট আমিনুল ফিরিয়ে দিলে ৩-০ ব্যবধানে জয় পায় শেখ জামাল।

এর আগে দিনের প্রথম খেলায় আরামবাগ ক্রীড়াসংঘ টাইব্রেকারে ৩-০ গোলে হারায় বিকেএসপিকে। আরামবাগের পক্ষে গোল তিনটি করেন জাহিদুল হাসান ডালিম, সুবায়ের মোহাম্মদ ও খালিদ সাইফুল্লাহ।

‘ডি’ গ্রুপের দ্বিতীয় পর্বের খেলায় আরামবাগ ১৫ অক্টোবর মুখোমুখি হবে শেখ জামালের।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘন্টা, অক্টোবর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।