ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

আফ্রিদিকে পিসিবির হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০

করাচি: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টির ঘোষিত স্কোয়াড নিয়ে সমালোচনা করায় অধিনায়ক শহীদ আফ্রিদিকে হুঁশিয়ার করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আফ্রিদিকে তার মন্তব্যের জন্য অফিসিয়ালি হুঁশিয়ার করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের একজন মুখপাত্র।

তিনি জানান,“এটা শোকজ নোটিশ নয়। তবে লিখিত হুঁশিয়ারি। এর মাধ্যমে তাকে দল নির্বাচন নিয়ে এরকম বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়ছে। ”

পিসিবির কোড অব কন্ডাক্ট অনুযায়ী বোর্ডের মনোনীত দল বা নীতি মন্তব্য ও সমালোচনা করা সম্পূর্ণ নিষেধ।

সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচের জন্য শহীদ আফ্রিদিকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয় বোর্ড। কিন্তু দল নিয়ে সমালোচনা করে বেসরকারি টিভি চ্যানেলকে এক সাক্ষাৎকারে তিনি বলেন,“আমি নির্বাচকদের কাছে দলে আমার অবদানের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। কারণ আমি একমাত্র ব্যক্তি যে শুধু মাঠে দলের কাছ থেকে ফল প্রত্যাশ্যা করি। ”

পাশাপাশি আফ্রিদি বলেন, এ বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন বোর্ড সভাপতি ইজাজ বাটের সঙ্গে।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘন্টা, অক্টোবর, ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।