ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

গলফের নতুন রাজা ওয়েস্টউড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০
গলফের নতুন রাজা ওয়েস্টউড

লন্ডন: টাইগার উডসকে টপকে গলফে একনম্বর জায়গাটি নিজের করে নিলেন যুক্তরাজ্যের লি ওয়েস্টউড। একটানা ২৮১ সপ্তাহ বিশ্বসেরা ছিলেন যুক্তরাষ্ট্রের টাইগার।

১২ বছর আগে ১৯৯৮ সালে প্রথম সেরার আসনে বসা ৩৪ বছর বয়সী টাইগারকে অবশেষে ছাড়তে হলো মসনদ।

গত মাসে রাইডার কাপ জিতে বিশ্বসেরা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন এই ইংলিশম্যান। এই সপ্তাহে সাংহাইয়ের উব্লিউজিসি-এইচএসবিসি চ্যাম্পিয়ন্সের মধ্যদিয়ে পাকাপাকিভাবে একনম্বর হলেন ৩৭ বছর বয়সী লি ওয়েস্টউড।

তাঁর আগে ১৯৯৪ সালে স্বদেশী নিক ফাল্ডো ৯৮ সপ্তাহ ছিলেন বিশ্বসেরা। নিকের পর দ্বিতীয় ইউরোপীয় হিসেবে সেরার আসন অলংকৃত করলেন তিনি।

অবশ্য টাইগার উডসকে হটিয়ে একনম্বর হওয়া লি ওয়েস্টউডস ভুলে যাননি বাঘের গর্জন। যে টাইগার গলফ কোর্সে নামা মানেই ছিলো জয়, সেই টাইগারকে অবহেলা মোটেই সমীচীন নয়। একথা ভালোভাবেই জানেন তিনি। বলেন,“টাইগারকে কখনো ভুলবেন না। কারণ সে হারিয়ে যায়নি। বরং ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। ”

বিবিসি নিউজ চ্যানেলকে এক সাক্ষাৎকারে উড বলেন,“এটা গলফের জন্য একটা আকর্ষনীয় সময়। যদি কারো লক্ষ্য স্থির থাকে। তবে সে গন্তব্যে পৌঁছবেই। ”

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘন্টা, নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।