ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ভারতকে টেনে নিচ্ছেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০
ভারতকে টেনে নিচ্ছেন শচীন

বেঙ্গালুরু: বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৭৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ দুই উইকেটে ১২৮ রান।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৭৮ (ওভার ১৪১)
ভারত প্রথম ইনিংস: ১২৮/২ (৩৪.২ ওভার)

চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঁচ উইকেটে ২৮৫ রান নিয়ে ব্যাট করতে নেমে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মার্কাস নর্থের শতক ও টিম পেইনের অর্ধ শতকের ওপর ভর করে বড় স্কোর গড়ে সফরকারীরা।

তবে অসিদের স্কোরকে আর লম্বা হতে দেননি প্রজ্ঞান ওঝা ও হরভজন। দ্রুত ব্যাটিংয়ের লেজের অংশটা ছেঁটে দেন এ দুই স্পিনার।

নর্থ ১২৮ রান ও পেইন ৫৯ রান করেন। ১৭টি চার ও একটি ছয় দিয়ে নিজের ইনিংসটি সাজান নর্থ।

হরভাজন ১৪৮ রানে চারটি ও ওঝা ১২০ রানে নেন তিনটি উইকেট।

জবাব দিতে গিয়ে শুরুতেই দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে ভারত। দলীয় ৩৭ রানে বীরেন্দ্র শেবাগ (৩০) ও পরের রানেই রাহুল দ্রাবিড়ের (১) উইকেটের পতন ঘটে। সেই থেকে ৯০ রানের জুটিতে অবিচ্ছিন্ন থেকে দলকে বিপর্যয় থেকে রক্ষা করেন শচীন টেন্ডুলকার ও মুরালি বিজয়।

টেস্টে ১৪ হাজার রানের একমাত্র মালিক শচীন ৪৪ রানে ক্রিজে রয়েছেন। সঙ্গে ৪২ রানে ব্যাট করছেন উদ্বোধনী ব্যাটসম্যান বিজয়।

ভারতের পতন হওয়া উইকেট দুটি ভাগাভাগি করেছেন বেন হিলফেনহস ও মিচেল জনসন।

দুই টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে ভারত।

বাংলাদেশ সময়: ২১২০ ঘন্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।