ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

জয় দিয়ে শুরু হলো চট্টগ্রাম আবাহনীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০
জয় দিয়ে শুরু হলো চট্টগ্রাম আবাহনীর

ঢাকা: জয় দিয়েই মৌসুম শুরু হলো চট্টগ্রাম আবাহনীর। গ্রামীণফোন ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে রোববার বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারিয়েছে তারা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে আবাহনী। খেলার ১৫ মিনিটে গোলও আদায় করে নেয়। বাম প্রান্ত থেকে অধিনায়ক মাসুদ আলমের ক্রসে নিশানা ভেদ করেন ধীমান বড়–য়া। বিরতি পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকে চট্টগ্রামের দলটি।

দ্বিতীয়ার্ধেও ধারাবাহিকতা দেখায় আবাহনী। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরাফাত। বাম দিক থেকে  মাসুদের কর্নার বল হেডে জালে জড়ান তিনি। গোল শোধে মরিয়া পুলিশ আক্রমণের ধার বাড়ালেও প্রতিপক্ষের রক্ষণভাগে হোঁচট খেয়েছে।  

৮৫ মিনিটে আবাহনীর গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি পুলিশের মফিজুর রহমান। খেলার অন্তিম মুহুর্তে আবাহনীর ডিফেন্ডার প্রতিপক্ষ খেলোয়াড়দের অবৈধভাবে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে ব্যবধান কমান পুলিশের অধিনায়ক মফিজুর রহমান।

এর আগে বেলুন উড়িয়ে ফেডারেশন কাপের উদ্বোধন করেন বাংলাদেশ লিগ কমিটির সভাপতি ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। এ সময় গ্রামীণফোনের মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগের প্রধান সাঈদ তাহমিদ আজিজুল হকসহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘন্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad