ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

স্পেন-জার্মানির জয়, ড্র ইতালির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০
স্পেন-জার্মানির জয়, ড্র ইতালির

মাদ্রিদ: ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে শুক্রবার জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। কিন্তু হোঁচট খেয়েছে সিজার প্রাণদেল্লির ইতালি।

অন্যদিকে নানির জোড়া গোলে পর্তুগাল ৩-১ এ ডেনমার্ককে, নেদারল্যান্ডস ১-০ তে মলদোভাকে, হাঙ্গেরি ৮-০ গোলে সান মারিনোকে এবং গ্রিস ১-০ ব্যবাধানে হারিয়েছে লাটভিয়াকে।

নিজেদের মাঠে হেসে খেলেই জিতেছে দেল বস্কের দল স্পেন। ৪৭ মিনিটে ফার্নান্দো লরেন্তের গোলে এগিয়ে যায় স্পেন। বিরতির পর মিডমিল্ডার সার্নাসের গোলে সমতায় ফেরে সফরকারী লিথুনিয়া, ৫৪ মিনিটে। দুই মিনিট পর আবারো ব্যবধান (২-১) বাড়ান লরেন্তে।

তবে লিথুনিয়ার কফিনে শেষ পেরেন ঠোকেন ফরোয়ার্ড ডেভিড ভিয়া, ৭৯ মিনিটে। ৩-১ গোলে জেতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে বিশ্বচ্যাম্পিয়নরা।

তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে সবার ওপরে রয়েছে জার্মানি। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা মিরোস্লাভ ক্লোসার জোড়া গোলের সুবাদে ৩-০ তে উড়িয়ে দিয়েছে তুরস্ককে। জয় পেলেও ৪২ মিনিটের আগ পর্যন্ত গোলের দেখা পায়নি স্বাগতিক জার্মানরা।

জোয়াকিম লোর দলকে ৪২ মিনিটে কাঙ্ক্ষিত সেই গোল উপহার দেন ক্লোসা। প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর ৭৯ মিনিটে ব্যবধান বাড়ান মেসুত ওজিল। ৮৭ মিনিটে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন ক্লোসা। সঙ্গে গড়েন ইতিহাসও। ১০৪টি আন্তর্জতিক ম্যাচে ৩২ বছর বয়সী ক্লোসা করলেন ৫৭ গোল।

এর আগে ১০৩ ম্যাচে এই গোলের রেকর্ড ছিলো বেকেন বাওয়েরের। যদিও এই গোলের রেকর্ড করেও ক্লোসার অবস্থান দ্বিতীয়। কারণ জার্মানির সর্বকালের সেরা গোলদাতা গার্ড মুলার। ৬২টি আন্তর্জাতিক ম্যাচে করেছেন ৬৮ গোল।

স্পেন ও জার্মানির জয়ের দিনে গোলশূন্য ড্র করেছে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে। পয়েন্ট ভাগাভাগি করেও চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা ধরে রেখেছে শীর্ষস্থান। তিন ম্যাচে তাদের সংগ্রহ সাত পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘন্টা, অক্টোবর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।