ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

দিল্লিতে উদ্বোধনের পর নেহেরু স্টেডিয়ামে খরচ ৮ কোটি রুপি!

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

কলকাতা: যে আশঙ্কা ছিল, সেটাই সত্যি হলো! গত রোববার দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানটি সমগ্র বিশ্বের নজর কেড়েছে। কিন্তু স্টেডিয়ামের ক্ষতিও হয়েছে অনেক!

আয়োজক কমিটির একটি সূত্র জানাচ্ছে, ‘এদিন সিন্থেটিক মাঠ ও ট্র্যাকের ওপর পাতা আচ্ছাদন রক্ষা করতে পারেনি এ মাঠটিকে।

কোনো কোনো স্থানে ট্র্যাকও নষ্ট হয়ে গেছে। ’

কমিটির পক্ষ থেকে এ ঘটনা স্বীকার করে নিয়ে বলা হয়েছে, ‘মাঠের সিন্থেটিক ঘাস মেরামত বা পরিবর্তন করার জন্যই ব্যয় হচ্ছে শুধুমাত্র ৭.৩৮ কোটি রুপি। আরও বেশ কিছু টাকা লাগছে অন্যান্য মেরামতি কাজ করার জন্য। সব মিলিয়ে এ খাতে ব্যয় হবে ৮ কোটি রুপি।

দেখা গেল, উদ্বোধনী অনুষ্ঠান শেষে রোববার রাতেই যুদ্ধকালীন তৎপরতায় মাঠ মেরামতির কাজ শুরু হয়। ট্র্যাকের প্রথম লেনের লম্বা পথের জায়গায় কিছুটা ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, অনুষ্ঠান মঞ্চের মালামাল নিয়ে ভারী ট্রাক লেনের ওপর দিয়ে যাওয়ার ফলেই এ ঘটনা ঘটেছে।

শুধু তাই নয়, মাঠের মাঝে বেশ কিছু গর্ত খোঁড়া হয়েছিল। সেগুলি ভরাট করে সমান করতে দু’দিন সময় লেগেছে। মেরামত করতে হয়েছে স্টেডিয়ামের সুড়ঙ্গ পথটিও।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।