ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

দলবদলে রঙ ছড়ালো ব্রাদার্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০
দলবদলে রঙ ছড়ালো ব্রাদার্স

ঢাকা: বাংলাদেশ লিগের চতুর্থ আসরের দলবদল পানসে হয় পড়েছিলো। পেশাদার লিগের শীর্ষ দলগুলো সাদামাটাভাবে দলবদল সেরে নিয়েছে।

ব্যতিক্রম শুধু গোপিবাগের ব্রাদার্স ইউনিয়ন। উৎসবের আমেজে খেলোয়াড় নিবন্ধন সেরেছে তারা।

বাদ্য বাজিয়ে ঘোড়ার গাড়িতে চেপে বাফুফে ভবনে খেলোয়াড়দের নিয়ে এসেছে ব্রাদার্স। স্থানীয় ২০ জন খেলোয়াড় নিবন্ধন সেরে নিয়েছে বাফুফে। উৎসব যাত্রায় বিদেশি খেলোয়াড়রাও ছিলেন। তবে তাদের নিবন্ধন হয়নি। কাব সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন,‘‘আমাদের হাতে বেশ কয়জন বিদেশি খেলোয়াড় আছে। ভালোভাবে পরখ করে দেখার পরই সেরাদের নিবন্ধন করাবো। ”

পেশাদার লিগের গত তিন মৌসুমে তেমন প্রভাব ফেলতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। গত মৌসুমে সপ্তম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার অবশ্য শিরোপার স্বপ্ন নিয়ে দল গড়েছে গোপিবাগের কাব। সভাপতি নজরুল ইসলাম বিশ্বাস বলেন,‘‘ফেডারেশন কাপে কিছু অর্জন করতে চাই। যেটা লিগের জন্যও আমাদের অনুপ্রেরণা হবে। ”

বিদেশি খেলোয়াড় নিয়ে কিছুটা বিপাকেই পড়েছে ব্রাদার্স। কাকে রেখে কাকে বাদ দেই এমন অবস্থা। পাঁচজনের দল বেছে নিতে ৩৬ জন বিদেশিকে এনেছে তারা! 

ব্রাদার্স: মিতুল, উত্তম ও রগু (গোলরক্ষক), ইউসুফ, আশরাফুল, ইমরোজ, নাহিদ, হাসান, রাসেল, জাভেদ, তারা ও সোহাগ (রক্ষণভাগ), কবির, লিটন, তরু, সবুজ ও দিদার (মাঝমাঠ), আসিফ, তপু ও হিরক (আক্রমণভাগ)।

মুক্তিযোদ্ধাও এদিন দলবদলে অংশ নিয়েছে। ২৪ জন খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে ঢাকা লিগের এক সময়ের অন্যতম ফেভারিটরা।

মুক্তিযোদ্ধা: বিপ্লব ভট্টাচার্য, ওবায়দুর রহমান, কাজী মোফাজ্জল হোসেন সৈকত, রজনী কান্ত বর্মন, জহিরুই ইসলাম, ফিরোজ মাহমুদ হোসেন তিতু, আজমাল হোসেন বিদ্যুৎ, মতিউর রহমান মুন্না, মিথুন চৌধুরি, বুকোলা ওলালেকান আলামু, রোকনুজ্জামান কাঞ্চন, জাহিদ পারভেজ, ইয়েমিন আহমেদ চৌধুরি মুন্না, রাজন মিয়া, আলমগীর কবির রানা, মারুফ আহমেদ, আরমান আজিজ, নাসির উদ্দিন চৌধুরি, রনি, মাসুদুর রহমান মোস্তাক, নেহাল , আনিসুর রহমান সুইট ও ডামি পল ইমানুয়েল।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘন্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।