ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

মহিলা ক্রিকেটে হ্যাটট্রিক শিরোপা খুলনার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০
মহিলা ক্রিকেটে হ্যাটট্রিক শিরোপা খুলনার

ঢাকা: মেয়েদের চতুর্থ জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতেছে খুলনা বিভাগ। বুধবার রাজশাহীকে ২২ রানে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে অধিনায়ক সালমা খাতুনের দল।

খুলনা স্কোর: ১১২/৪ (২০ ওভার)
রাজশাহী স্কোর: ৯০/৬ (২০ ওভার)

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান শুকতারা রহমানের ৪৭ ও রোমানা আহমেদের ৩১ রানের সুবাদে চার উইকেট হারিয়ে ১১২ রান তুলতে সমর্থ হয় খুলনা, ২০ ওভারে।

সাথিরা জাকির ২৪ রানে নেন দুটি উইকেট। পান্না ঘোষ ও ডলি রানী নেন একটি করে উইকেট।

জবাবে খুলনার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যে পৌঁছাতে পারেনি রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ৯০ রান তোলে তারা। যদিও ফারজানা হক অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৩৭ রানে।

টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন খুলনা অধিনায়ক সালমা খাতুন।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘন্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad