ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শচীন

ব্যাঙ্গালুরু: প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন লিটল মাস্টার শচীন  টেন্ডুলকার।

বুধবার ব্যাঙ্গালুরুতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি আইসিসির পিপল অ্যাওয়ার্ড পুরস্কারও পেয়েছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। গত সাত বছরের মধ্যে আইসিসি থেকে এটাই শচীনের প্রথম পুরস্কার।

অন্যদিকে বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার ঝুলিতে পুরেছেন শচীনের সতীর্থ বীরেন্দ্র শেবাগ।

একদিনের সেরা অধিনায়কের পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং। সেরা টেস্ট অধিনায়ক ভারতীয় দলপতি মহেন্দ্র সিং ধোনি। আর ওয়ানডের সেরা ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যানের পুরস্কার জেতেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। উদীয়মান সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের স্টিভেন ফিন।

আইসিসি স্পিরিট অব ক্রিকেটের পুরস্কার গেছে নিউজিল্যান্ডের কাছে।
 
দ্বিতীয়বারের মতো সেরা আম্পায়ার হয়ে ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন পাকিস্তানের আলিম ডার।

বাংলাদেশ সময়: ২০০১ ঘন্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।