ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

স্পেশাল অলিম্পিকে আরও পদক চায় বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুন ৬, ২০২৩
স্পেশাল অলিম্পিকে আরও পদক চায় বাংলাদেশ

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ প্রায় নিয়মিতই পদক জয় করে। এবার বার্লিনে আয়োজিত হতে যাওয়া স্পেশাল অলিম্পিকে সেই পদকের সংখ্যা আরও বাড়াতে চায় বাংলাদেশ।

আগামী ১৭ জুন জার্মানির বার্লিনে গড়াবে এই প্রতিযোগিতা। এ আসরে অংশ নেওয়ার জন্য ১২ জুন বার্লিনের উদ্দেশে রওনা দেবে দল। ১০৭ খেলোয়াড় এবং কর্মকর্তা মিলিয়ে ১১২ জনকে বাংলাদেশ দল গড়া হয়েছে।  

এবারের আসরের ৯টি ইভেন্টে অংশ নিবে বাংলাদেশের অ্যাথলেটরা। এগুলো হলো- অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বোচী, ফুটবল (নারী দল), ভলিবল, হ্যান্ডবল পুরুষ ও মহিলা দল।

গত আসরে ২২টি সোনা, ১০টি রুপা ও ছয়টি ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। যেখানে বাংলাদেশসহ, বিশ্বের ১৭০টি দেশের অ্যাথলেটরা অংশ নিবেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ০৬ জুন, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।