ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রথম দিনে আধিপত্য অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০
প্রথম দিনে আধিপত্য অস্ট্রেলিয়ার

নয়াদিল্লি: দিল্লি কমনওয়েলথ গেমসে প্রতিযোগিতার প্রথম দিনেই পদক তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। দিনের আটটি স্বর্ণপদকের চারটি জিতে নিয়েছে তারা।

একটি করে স্বর্ণ জিতেছে কানাডা, রাশিয়া, মালয়েশিয়া ও নাইজেরিয়া।

কমনওয়েলথ গেমসে সোমবার সাঁতারে পাঁচটি স্বর্ণের মীমাংসা হয়েছে। এর মধ্যে তিনটিতে স্বর্ণ ও দুটিতে রৌপ্য জিতেছে অস্ট্রেলিয়া।

সাঁতারের প্রথম ইভেন্টে মহিলাদের ২০০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার সাঁতারু কাইলি পালমার। রৌপ্য জিতেছেন ওয়েল্সের জাজমিন রক্সি চার্লিন। ইংল্যান্ডের রেবেকা আদলিংটন জিতেছেন ব্রোঞ্জ।

এদিকে পুরুষদের ব্যক্তিগত ৪০০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতেছেন কানাডার রায়ান কোচরানে। রৌপ্য জিতেছেন অস্ট্রেলিয়ার রায়ান নেপোলিয়ান। মেলবোর্ন কমনওয়েলথ চ্যাম্পিয়ন স্কটল্যান্ডের ডেভিড ক্যারিকে আগের অবস্থান হারিয়ে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

দিনের অপর ইভেন্ট মেয়েদের ব্যক্তিগত ২০০ মিটার মিডলেতে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার এলিসিয়া  কোটস। এ ইভেন্টে রৌপ্যটিও অসিদের দখলেই। দ্বিতীয় হয়েছেন অস্ট্রেলিয়ার এমিলি সিবম। ব্রোঞ্জ জিতেছেন কানাডার জুলিয়া উইলকিনসন।

এদিকে পুরুষদের ২০০ মিটার বাটারফাই জিতে দক্ষিণ আফ্রিকার জন্য প্রথম স্বর্ণ ঘরে তুলেছেন চাদ লে কোজ। এজন্য তিনি সময় নেন ১:৫৬.৪৮। ইংল্যান্ডের মাইকেল রক জিতেছেন রৌপ্য। কানাডার স্টিফেন হিরনিয়াক জিতেছেন ব্রোঞ্জ।

পুরুষদের ১০০ মিটার রিলেতেও স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া দল। ইংল্যান্ড (রৌপ্য) এবং বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে (ব্রোঞ্জ) পেছনে ফেলে স্বর্ণ জিতে নেন জেমস ম্যাগনুসেনের দল। এ জন্য তারা সময় নেন ৩:১৪.৯২।

সাঁতার বাদে অস্ট্রেলিয়ার অপর স্বর্ণ পদকটি এসেছে পুরুষদের দলগত আর্টিস্টিক জিমন্যাস্টিকস থেকে।

নাইজেরিয়ার একমাত্র স্বর্ণ পদকটি এসেছে ভারোত্তলন থেকে। ৪৮ কেজি ওজন শ্রেণীতে ১৭৫ কেজি ওজন তুলে প্রথম হয়েছেন নাইজেরিয়ান অগাস্টিনা এনকেম।

প্রতিযোগিতায় মালয়েশিয়াকে প্রথম স্বর্ণ উপহার দিয়েছেন ইব্রাহিম আমিরুল হামিজান। পুরুষ বিভাগের ৫৬ কেজি ওজন শ্রেণীতে দুই স্বাগতিক প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে সেরা হন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘন্টা, অক্টোবর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।