ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

মহিলা ক্রিকেটে রাজশাহী ও খুলনার জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০

ঢাকা: মহিলাদের জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের খেলায় সোমবার জয় পেয়েছে রাজশাহী ও খুলনা বিভাগ। রাজশাহী ১০ উইকেটে বরিশালকে এবং খুলনা ৩৪ রানে হারিয়েছে ঢাকা বিভাগকে।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহীর বোলারদের মারাত্মক বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল। ৪ বল বাকি থাকতেই ৩৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

দলের কোনো ব্যাটসম্যানই দুই অংকে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান আইরিন সুলতানা।

১০ রান দিয়ে চারটি উইকেট নেন লতা মন্ডল। এছাড়া ৪ রানে তিনটি উইকেট নেন তিথি রানী সরকার।

জবাবে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাথিরা জাকির ও লতা মন্ডল ৫.৩ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সাথিরা ও লতা প্রত্যেকেই ১৭ রান করে সংগ্রহ করেন।

এদিকে একই ভেন্যুতে দিনের অপর ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাট করতে পাঠায় ঢাকা। অধিনায়ক সালমা খাতুনের ইনিংসে ভর করে খুলনা নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ৯৯ রান তোলে।

সালমা দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন। এছাড়া শুকতারা রহমান ১২ ও তাজিয়া আক্তার ১১ রান করেন।

সাবেকুন নাহার ও সোহেলি আক্তার দুটি করে উইকেট নেন।

শতরানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শায়লা শারমিনের বোলিংয়ে আট বল হাতে রেখেই ৬৫ রানে গুটিয়ে যায় ঢাকা।

সর্বোচ্চ ২০ রানের ইনিংসটি খেলেন শারমিন আক্তার।

শায়লা ১৭ রানে পাঁচ উইকেট নিয়ে ঢাকার ইনিংসে ধ্বস নামান। এছাড়া সালমা খাতুন নেন দুটি উইকেট।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘন্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।