ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় অ্যাথলেটিক্স

জাফরিন-প্রীতি-রত্নার রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
জাফরিন-প্রীতি-রত্নার রেকর্ড জাফরিন আক্তার

বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিক্সের তৃতীয় দিনে তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। চাকতি নিক্ষেপে ২৯ বছর আগের রেকর্ড ভেঙেছেন বাংলাদেশ নৌবাহিনীর জাফরিন আক্তার।

এছাড়া দূরপাল্লার দৌড়ে দুটি রেকর্ড গড়েছেন প্রীতি আক্তার এবং শামসুন্নাহার রত্না।

নারী ইভেন্টে ৪৩.৪৯ মিটার দূরে চাকতি ছুঁড়ে নতুন রেকর্ড গড়েছেন জাফরিন। ভেঙেছেন ১৯৯৩ সালে গড়া জোৎস্না আফরোজের ৪২.৯০ মিটারের রেকর্ড। ৪৩.৩৫ মিটার ছুঁড়ে বাংলাদেশ নৌবাহিনীর জাকিয়া আক্তার দ্বিতীয় ও বাংলাদেশ কারাগারের আলপনা আক্তার ৩৪.৮০ মিটার ছুঁড়ে তৃতীয় হয়েছেন।

নারী পাঁচ হাজার মিটার ইভেন্টে ১৯ মিনিট ৪১.৪০ সেকেন্ডে দৌড় শেষ করে রেকর্ড গড়েন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস। ভেঙেছেন নিজেরই এ বছরে গড়া ১৯ মিনিট ৫৭.৫০ সেকেন্ডের রেকর্ড। বাংলাদেশ আনসারের প্রীতি আক্তার ২০ মিনিট ১৮.২০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও বাংলাদেশ সেনাবাহিনীর পাপিয়া খাতুন ২০ মিনিট ২৯.২০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

নারী তিন হাজার মিটার দৌড়ের ইভেন্টে ১০ মিনিট ৩৯.৫৫ সেকেন্ডে রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর শামসুন্নাহার রত্না। নৌবাহিনীরই রিংকি বিশ্বাস গত বছর সময় নিয়েছিলেন আগের রেকর্ড ১০ মিনিট ৪৩.৩০ সেকেন্ড।

৪০০ মিটার দৌড়ের পুরুষ ইভেন্টে ৪৭.৬০ সেকেন্ডে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর জহির রায়হান। আর ৪০০ মিটার নারী ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন।

দুই দিনে ২৮টি ইভেন্ট শেষে ১৫টি সোনা, ১১টি রূপা ও ১৩টি ব্রোঞ্জসহ ৩৯টি পদক নিয়ে তালিকায় শীর্ষে আছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।