ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রথম রাউন্ডেই বিদায় শারাপোভার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

টোকিও: জাপানের প্যান প্যাসিফিক ওপেনে অঘটনের শিকার হলেন বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। সোমবার প্রথম রাউন্ডে স্বাগতিক টেনিস তারকা কিমিকো দাতে ক্রমের কাছে হেরে বিদায় নিলেন প্রতিযোগিতা থেকে।

৩৯ বছর বয়সী ক্রম মঙ্গলবার পা দেবেন ৪০ এ। জন্মদিনের আগে উপহারটা ভালো পেলেন তিনি। র‌্যাঙ্কিংয়ের ৫০তম কিমিকো দাতে ক্রম বলেকয়েই হারালেন শারাপোভাকে। প্রথম সেট জেতেন ৭-৫ গেমে।

অবশ্য দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান সাবেক বিশ্বসেরা শারাপোভা। কিমিকোকে হারান ৬-৩ গেমে। কিন্তু শেষ সেটে টুর্নামেন্টের ১২তম বাছাইকে ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চত করেন কিমিকো।

পরের ধাপে জাপানের টেনিস তারকা মুখোমুখি হবেন স্লোভাকিয়ার দ্যানিয়েল হান্তুচোভার। দ্যানিয়েল ৬-৩ ও ৬-৩ গেমে জার্মানির আঞ্জেলিক কার্বারকে পরাজিত করে উঠেছেন দ্বিতীয় পর্বে।  

হারলেও কিমিকোর প্রশংসা করতে ভুলে যাননি রাশিয়ার টেনিস তারকা শারাপোভা। বলেন,“দারুণ খেলেই জিতেছে কিমিকো। আর আমিও নিজের সেরাটা খেলতে পারেনি। তাই জয়টা ওরই প্রাপ্য। ”

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘন্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।