ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

চ্যাম্পিয়ন্স লিগের নতুন চ্যাম্পিয়ন চেন্নাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০
চ্যাম্পিয়ন্স লিগের নতুন চ্যাম্পিয়ন চেন্নাই

জোহানেসবার্গ: চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় আসরে শিরোপা জিতেছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। রোববার ফাইনালে তারা আট উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার ওয়ারিয়র্সকে।

ওয়ারিয়র্স ইনিংস: ১২৮/৭ (ওভার ২০)
চেন্নাই সুপার কিংস: ১৩২/২ (ওভার ১৯)

নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়ারিয়র্স। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ডোগ বোলিঞ্জারের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার অ্যাশয়েল প্রিন্স (৬)। দলের সংগ্রহ তখন ৩৯ রান। এরপর অধিনায়ক ডাবি জ্যাকবস ৩৪, কলিন ইনগ্রেম ১৬ ও ক্রেগ থিসেন  ব্যক্তিগত ২৫ রানে বিদায় নিলে ইনিংস গুটিয়ে যাওয়ার আগে ১২৮ করতে পারে স্বাগতিকরা।

১৬ রান দিয়ে তিন উইকেট নেন মুত্তিয়া মুরালিধরন। এছাড়া দুটি উইকেট পান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি রবীচন্দ্র অশ্বিন।

জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল হাসির হার না মানা ৫১ ও মুরালি বিজয়ের ৫৮ রানের সুবাদে সহজেই লক্ষ্যে পৌঁছায় চেন্নাই। ম্যাচ সেরা মুরালি ছয়টি চার ও দুটি ছয় দিয়ে সাজান নিজের ইনিংসটি।

একটি করে উইকেট নেন মাখায়া এনটিনি ও নিকি বয়।

সিরিজ সেরার পুরস্কার জেতেন চেন্নাইয়ের রবীচন্দ্র অশ্বিন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘন্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।