ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

১৫ বছর বয়সী আম্পায়ার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০
১৫ বছর বয়সী আম্পায়ার!

লন্ডন: ব্রিটেনের এক কিশোর মাত্র ১৫ বছর বয়সে ক্রিকেট আম্পায়ার হওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন। ব্রিটেনের দ্য গার্ডিয়ান খবরটি প্রকাশ করেছে।



ওই কিশোরের নাম ইথান পিল। তিনি আম্পায়ারিং-এর ওপর পড়াশুনা করেছেন ব্রিটেনের অক্সফোর্ড ব্রুকার্স ইউনিভার্সিটিতে। তরুণ আম্পায়ার তৈরিতে এই উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ক্রিকেট আম্পায়ারিং অ্যান্ড স্কোরিং (আইআইসিইউএস)। খবর

জিসিএসই’র ছাত্র ইথানের বাড়ি অক্সফোর্ডশায়ারের ওয়ালিংফোর্ড-এ। তিনি ইতিমধ্যে খেলাটির আইন-কানুন, মাঠ ও ব্যক্তি ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে পড়াশুনা সম্পন্ন করেছেন।

গত শনিবার তিনি স্বাধীনভাবে একটি ম্যাচ পরিচালনার মাধ্যমে চূড়ান্ত পরীক্ষায় পাস করেছেন।

ইথান বলেন, ‘আমি এমন বাবা-মা পেয়েছি যারা আমাকে খেলার সুযোগ করে দিয়েছে। একইসঙ্গে আমার কোচও অনেক সহায়তা করেছেন। ’

তিনি আরও জানান, ‘আমি ক্লাসরুমের পড়াশুনা করেছি এবং চলতি বছর বয়স্ক ও তরুণ পর্যায়ে ১৫ থেকে ২০টা ম্যাচ পরিচালনা করেছি। আমার বেশ ভালো লেগেছে। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।