ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

জাপান ওপেনের শিরোপা নাদালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০
জাপান ওপেনের শিরোপা নাদালের

টোকিও: জাপান টেনিস ওপেনে প্রথমবার এসেই শিরোপা জিতলেন বিশ্বসেরা রাফায়েল নাদাল। রোববার ফাইনালে সরাসরি সেটে তিনি হারান ফ্রান্সের গায়েল মনফিলসকে।

এই মৌসুমে সপ্তম শিরোপা জেতা স্প্যানিশ তারকা ক্যারিয়ারের সেরা সময়টাই পার করেছেন। এ বছরই পূর্ণ করেছেন গ্র্যান্ড স্ল্যাম চক্র। জিতেছেন ফরাসি, উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপাও।

২৪ বছর বয়সী নাদাল জাপান ওপেন জয়ের মধ্যদিয়ে ক্যারিয়ারের ৪৩তম একক টাইটেল ঘরে তুললেন। অবশ্য ফাইনালে পঞ্চম বাছাই গায়েল মনফিলস ছেড়ে কথা বলেননি নাদালকে।

প্রথম সেটে ৬-১ গেমে ৯টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদালের কাছে হারলেও পরের সেটে তীব্র প্রতিযোগিতা হয় উভয়ের মধ্যে। যদিও এই লড়াইয়ে শেষপর্যন্ত জয়ী হন নাদালই।

৭-৫ গেমে মনফিলসকে হারিয়ে জাপান ওপেনের মুকুট পড়েন আগুনে ফর্মে থাকা নাদাল। মনফিলসের সঙ্গে আটবারের সাক্ষাতে সাতবার জিতেছেন নাদাল। হেরেছেন একবার।

জয়ের পর নাদাল বলেন,“জয়টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মৌসুমটা আমি ভালোভাবেই শেষ করতে চাই। ”

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘন্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।