ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ফকিরহাটে ভ্যানচালকদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৭, জুলাই ১৮, ২০২৫
ফকিরহাটে ভ্যানচালকদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ ভ্যানচালকদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভ্যানচালকদের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। প্রখর রোদ, বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন স্থানে কর্মরত ভ্যানচালকদের মাঝে ছাতা বিতরণ করেছে সংগঠনটি।

শুক্রবার (১৮ জুলাই) সকালে ফকিরহাট উপজেলা সদরে এ ছাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ ফকিরহাট উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা সভাপতি বিপুল রায় চৌধুরী ও ফকিরহাট শাখার সভাপতি অনিমেষ কুমার  মজুমদার।

এছাড়া  উপস্থিত ছিলেন চিন্ময় মজুমদার, রিফাত শেখ, অনিন্দ্য শীল,সবুজ শেখ  পল্লব আচার্য, ফিরোজ খান,ফয়সাল শেখ, তরিকুল ইসলাম প্রমুখ।

বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ছাতা পেয়ে ভ্যানচালকেরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভ্যানচালক রহিম মিয়া বলেন, আমাদের কথা বিবেচনা করে বসুন্ধরা শুভসংঘ ছাতা দিয়েছে। ছাতা পেয়ে আমরা খুবই আনন্দিত। অনেক সময় প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে আমাদের ভ্যান চালানো কষ্টকর হয়ে পড়ে। ছাতার কারণে আমাদের কষ্ট কিছুটা লাগব হবে।

বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা সভাপতি বিপুল রায় চৌধুরী বলেন, বিভিন্ন ঋতুতে, বিশেষ করে গ্রীষ্ম ও বর্ষায় দরিদ্র ভ্যানচালকদের জন্য ভ্যান চালানো খুবই কষ্টকর হয়ে পড়ে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকে। তাদের কথা বিবেচনা করে আজকে বসুন্ধরা শুভসংঘ ফকিরহাট উপজেলা শাখা ভ্যানচালকের মাঝে ছাতা বিতরণ করেছে। এতে বর্ষায় তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

বসুন্ধরা শুভসংঘ ফকিরহাট উপজেলা শাখার সভাপতি অনিমেষ কুমার মজুমদার বলেন, জীবিকার প্রয়োজনে রোদ-বৃষ্টি উপেক্ষা করে সারাদিন ভ্যান চালিয়ে পরিবারের মুখে হাসি ফোটান এ সকল শ্রমজীবী মানুষ। তাদের সামান্য সহযোগিতা করাও মানবিক দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকতে চায় এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।